নিউজবাংলা: ২৭ জুন, সোমবার:
আবু হানিফ মোঃ বায়েজীদ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
এতে করে নদী তীরবর্তী চর এলাকাসহ নিম্নাঞ্চলের অন্তত ৫০০ হেক্টর জমির সবজি খেত পানিতে তলিয়ে গেছে কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে । গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, যমুনা নদীর পানি সেতু পয়েন্টে ২৬ সেন্টিমিটার (সেমি), তিস্তার পানি কাপাশিয়ার পয়েন্টে ২৩ সেমি ও ব্রহ্মপুত্রের পানি এরেন্ডাবাড়ী পয়েন্টে ৫৬ সেমি এবং নুনখাওয়া পয়েন্টে ৫৩ সেমি বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সাঘাটা উপজেলার কচুয়া ও জুম্মাবাড়ী, তাজপুর এবং ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের প্রায় ৫০০ হেক্টর জমির পটল, ঢেড়স, করলা, ঝিঙাসহ গ্রীষ্মকালীন সবজি খেত পানিতে তলিয়ে গেছে। ঈদের আগে এসব উঠতি ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিপাকে পড়েছে দরিদ্র কৃষকরা। এ বিষয়ে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল আলম জানান, তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে পানি নামার পর স্বল্পকালীন সবজি চাষের পরামর্শ দেবেন।
নিউজবাংলা/একে
Comments
comments