Exif_JPEG_420

আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজকে সরকারি ঘোষণায় অতীত চেহারা পাল্টে যাচ্ছে

নিউজবাংলা, ৮ অক্টোবর শনিবার:

আদিত্ব্য কামাল স্টাফ রিপোর্টার  : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফিরোজ মিয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি দেওয়ায় দ্রুত কলেজের চেহারার পরিবর্তন সাধন হয়।

৬ই অক্টোবর রোজ বৃহস্পতিবার,এই বিষয়টি নিশ্চিত করে ফিরোজ মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মজিবর রহমান বলেন,সারা বাংলাদেশে বর্তমান সরকার প্রত্যেকটা উপজেলা

পর্যায়ে একটি করে সরকারি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। আশুগঞ্জ উপজেলায় তিনটি কলেজে যেমন আশুগঞ্জ সার কারখানা কলেজ,ফিরোজ মিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এবং আব্বাস উদ্দীন খাঁন মডেল কলেজের মধ্য থেকে ফিরোজ মিয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ফিরোজ মিয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারি ঘোষনা করার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের যথাযথ কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ফিরোজ মিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট দানবীর আল হাজ্ব জনাব ফিরোজ মিয়া সাহেব। তাছাড়াও ফিরোজ মিয়া বিশ্ববিদ্যায় কলেজ সরকারি
হওয়ার লক্ষে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ সম্পাদন করা হয়। অবহেলিত খেলার মাঠকে প্রক্রিয়াজাতকরন। কলেজ ক্যন্টিনসহ পুরাতন ভবনগুলোর বিনির্মাণ এবং ভবন গুলোর নতুন রং করা।খেলার মাঠের পাশে অবস্থিত পার্কগুলোর বিনির্মাণ। গেইটের পাশে মোটরসাইকেল পার্কিং ব্যবস্থা। কলেজের ভিতরের রাস্তা পুনঃনির্মাণ। উপরের কাজ গুলো সম্পন্ন হলেও কলেজ গেইটের পুননির্মাণ কাজ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন,দ্বিতল একাডেমিক ভবন শীঘ্রই
চতুর্থ তলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: বাংলাদেশ সোসাইটির নির্বাচন ! সাহিত্য সম্পাদক পদে নাসির উদ্দিন এগিয়ে
Next: ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে মানববন্ধন ও সমাবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*