নিউজবাংলা: ২৮ জুন, মঙ্গলবার:
সিলেট প্রতিনিধি:
ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর মিরাবাজার বিরতি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে আলীকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল আহাম্মদ আলী হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আলী হোসেনের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে আলী হোসেনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে উপশহর, মেডিকেল রোড, বাগবাড়িসহ বিভিন্ন এলাকার লোকজন বিক্ষোভ মিছিল করে।
নিউজবাংলা/ একে
Comments
comments
সত্য অন্বেষণে অনির্বাণ