নিউজবাংলা: ২৮ জুন, মঙ্গলবার:
মিজান বাবু , নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে (ঢাকা-বরিশাল মহাসড়কে) মঙ্গলবার ভোরে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যাবহার করার জন্য পাথর বোঝাই করে একটি ট্রাক (ফরিদপুর-ট-১১-০২৯১) পদ্মা সেতুর দিকে যাওয়ার সময় মঙ্গলবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। ট্্রাকটি উল্টে নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই চালক ও হেল্পার নিহত হয়। সকালে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে। নিহতরা হলেন ট্্রাকের চালক ভাঙ্গা উপজেলার ভদ্রাসন গ্রামের আওয়াল শরীফের ছেলে উজ্জ্বল শরীফ (৪৫) ও হেল্পার ফরিদপুর সদরের শিবরামপুর গ্রামের শাহাদত মোল্যার ছেলে বাবুল মোল্যা (৩০)।
নিউজবাংলা/একে
Comments
comments