নিউজবাংলা: ৪ জুলাই, সোমবার:
শাকিল আহমেদ, নাটোর প্রতিনিধিঃ
নাটোরে স্বস্তির বৃষ্টি দূর্ভোগে পরিণত হয়েছে। আষাঢ়ের বৃষ্টি জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনলেও তা এখন দূর্ভোগে পরিণত হয়েছে।সারা দিন থেমে থেমে মুসল ধারে বৃষ্টি আবার কখন গুড়িগাড়ি।
ঈদের আগে এমন বৃষ্টির কারনে ব্যবসায় লোকসানের আশঙ্কা করছেন বিভিন্ন ব্যবসায়ীরা।শুধু তাই নয় এতে বেশী দূর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ ও ভ্যান চালকেরা।তবে দূর্ভোগ কোনো অংশে কম নেই ঈদে ঘরমুখো মানুষের।এছাড়াও গ্রামের কাচা ঘর বাড়ি রাস্তা ঘাট সহ বিভিন্ন স্থান এক হাটু কাদায় এক ধরনের বিদঘুটে পরিবেশ সৃষ্টি হয়েছে।বিভিন্ন স্থানের ব্যাক্তিরা জানান,ঈদের বাজার,কেনাকাটা সহ বাইরে অনেক কাজ কিন্তু বৃষ্টির কারনে বের হওয়া যাচ্ছে না।ব্যবসায়ীরা জানান,ঈদের পূর্বে এমন বৃষ্টি হলে ভালো লাভের মুখ দেখার আশা নেই।ঈদে ঘরমুখো মানুষ জানান,আনন্দে আনন্দে দূর দূরান্ত কর্মস্থল থেকে বাবা মায়ের সাথে ঈদ করতে গ্রামে আসছি।কিন্তু গাড়ি থেকেই নেমেই বৃষ্টি কবলে পড়ে সব কিছু ভিজে গেছে।বিভিন্ন স্থানের ভ্যান চালকেরা জানান,বৃষ্টির কারনে রাস্তায় মানুষ কম,ভাড়া নেই,বসে আছি।এদিকে গ্রামগঞ্জের মানুষজন জানান,রাস্তায় চরম কাদা বাড়ি থেকে বের হওয়াই যাচ্ছে না।আমারা চরম দূর্ভোগে আছি।
এদিকে আবার বৃষ্টির কারনে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিদ্যুতের সমস্যা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,আগামী আরো কয়েক দিন এইরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments