নিউজবাংলা: ১১জুলাই, সোমবার:
ঢাকা : চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী।
সম্প্রতি রাজধানী গুলশালে সন্ত্রাসী হামলার পর ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে গড়ানোর সম্ভাবনার কথা বলেন।তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এখনও সিরিজটি বাংলাদেশের মাটিতে সম্পন্ন করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী।
নিজামুদ্দিন চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বিশ্বাস করি এখনকার অবস্থায় বাংলাদেশে ক্রিকেট বন্ধ হবে না। এফটিপির সব খেলা আমরা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করব। আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে ইসিবি ও বিসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে।’
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা সিরিজকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে আসবে। জানা যায় যে, নিরাপত্তা অবস্থা পরিদর্শক দলটি চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আসবে।
এদিকে বাংলাদেশ সফরের পরেই ইংল্যান্ড দলের ভারত সফরে যাওয়ার কথা। তাই নিরাপত্তা পরিদর্শক দলটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই সফর করবে।
বাংলাদেশে নিরাপত্তা ইস্যু নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিভিন্ন মহলে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী।
তিনি বলেন, ‘আইসিসির বিভিন্ন মহলে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা প্রটোকলের ব্যাপারে আলোচনাও হয়েছে। আইসিসির পক্ষ থেকে কিছুদিনের মধ্যে একটি গাইড লাইন দেয়া হবে।’
অতিথি দেশ হিসেবে বাংলাদেশের বহু বছরের সুনামের কথা মনে করিয়ে দিয়ে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘সরকার ও নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় আন্তর্জাতিক ইভেন্টে স্বাগতিক দেশ হিসেবে আমাদের ভাল সুনাম আছে। আমরা বিশ্বাস করি সামনেও একই সহযোগিতা পাবো।’
নিউজবাংলা/ একে
Comments
comments