নড়াইলের পল্লীতে সংখ্যালঘুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: ওসি বললেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে

নিউজবাংলা: ১২ জুন, রোববার:

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে করুনা দাশ ও রেজাউল শেখ নামে দুইজন কৃষকের বাড়িতে সশস্ত্র ডাকাড়ি হয়েছে। ডাকাত দল দুই বাড়ি থেকে নগদ ২৩ হাজার টাকা,স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে। শুক্রবার (১০ জুন) গভীর রাতে নড়াইলের  সালামাবাদ ইউনিয়নের বলাডাংগা গ্রামে এ ঘটনা ঘটে।

করুনা দাশ বলেন,রাতে খাবারের সময় হঠাত করে ১০ থেকে ১২ জনের মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে বাড়ির সকলকে মারধর করতে থাকে। এ সময় তারা আলমিরা ভেংগে স্বণাংকারসহ নগদ ৮ হাজার টাকা লুট করে। একই গ্রামের রেজাউল শেখ বলেন,রাতের খাবার থেয়ে পরিবারের লোকের সংগে বসে গল্প করছিলাম। এ সময় ১০ থেকে ১২ জনের মুখোশধারী ডাকাত দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বার্ণালংকার,নগদ ১৫ হাজার টাকা লুট করে। তিনি বলেন,ডাকাতদের প্রতিরোধ করতে গেলে আমাকে ও ছেলে ইশা শেখকে মারধর করে। তিনি বলেন,ডাকাতদের বয়স ২০-২২ বছর হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা গণি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এলাকার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করে কমিটি গঠন করা হবে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নড়াইলে টহল পুলিশের হাতে কথিত ক্রসফায়ারে রাকিব শেখ নিহত: আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার
Next: রাণীনগর ও আত্রাইয়ে আস্ত্র,গুলি ও ককটেলসহ ২ জেএমবি সদস্য গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*