Breaking News
  • নড়াইলের বড়দিয়া থেকে ১৬ মেট্রিক টন চাল জব্দ, গুদাম কর্তকর্তা পলাতক
  • এপিবিএন এর ভেজাল বিরোধী অভিযানে চারটি প্রতিষ্ঠান’কে ৪০ হাজার টাকা জরিমানা এবং ৫ লক্ষ টাকার পণ্য ধ্বংস
  • জোট আছে জোট নেই
  • মুসলিম যুবকদের আইএস আখ্যা দিয়ে ফাঁসানো হচ্ছে
  • বাসাইলে দুই ব্যবসায়ীর জরিমানা ও একজনের জেল

নড়াইলের বড়দিয়া থেকে ১৬ মেট্রিক টন চাল জব্দ, গুদাম কর্তকর্তা পলাতক

নিউজবাংলা: ১ জুলাই, শুক্রবার:

  উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কোটাকোল ইউনিয়ন পরিষদের  পাচারকৃত ১৬ মেট্রিক টন চাল জব্দ করেছেন লোহাগড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা।

বৃহস্পতিবার  দুপুরে বড়দিয়া খাদ্যগুদামের সামনে থেকে ট্রাকভর্তি ৩২০ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় বড়দিয়া খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী পালিয়ে গেছেন।  লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানান, কোটাকোল ইউপির জিআর এর ১৬ মেট্রিক টন চাল দু:স্থদের মাঝে বরাদ্দ না করে এসব চাল খুলনার রূপসায় পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ট্রাকসহ চালগুলো জব্দ করা হয়েছে।

 ট্রাক চালক তরিকুল জানিয়েছেন, বড়দিয়া থেকে তাকে চালগুলো খুলনার রূপসায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু, কে বা কারা চালগুলো খুলনায় নিয়ে যেতে বলেছেন, তাদের কোনো তথ্য দিতে পারেননি ট্রাক চালক তরিকুল।

, খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী মোবাইল ফোনে দাবি করে বলেন, এ সময় অফিসের কাজে বাইরে ছিলাম। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: এপিবিএন এর ভেজাল বিরোধী অভিযানে চারটি প্রতিষ্ঠান’কে ৪০ হাজার টাকা জরিমানা এবং ৫ লক্ষ টাকার পণ্য ধ্বংস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*