নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজনকে কুপিয়ে হত্যা, আহত ৪

নিউজবাংলা:১০জুলাই, রবিবার:

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি ■

নড়াইলের জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুইপক্ষের সংঘর্ষে নূর ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

আজ রোববার (১০ জুলাই) দুপুরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নূর ইসলাম চরআড়িয়ারা গ্রামের মোকলেস শেখের ছেলে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জয়পুর ইউনিয়নে নির্বাচন পরবর্তীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার দুপুরে বিজয়ী চেয়ারম্যান আক্তার হোসেন এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় চেয়ারম্যান আক্তার পক্ষের সমর্থক নূর ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান আক্তার হোসেন জানান, নির্বাচনে তার পক্ষে কাজ করায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন নূর ইসলামকে হত্যা করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: রানীশংকৈল ডিগ্রী কলেজ জাতীয়করণের এলাকারবাসীর প্রাণের দাবী
Next: ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুন্নবী বিশ্বাসের ইন্তেকাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*