নিউজবাংলা: ২৮ জুন, মঙ্গলবার:
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে শহরের সুলতান মঞ্চ চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, বিপিএম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, জঙ্গিরা তখন সন্ত্রাসী হামলা চালিয়ে উন্নয়ন ব্যাহত করতে চায়। এক্ষেত্রে ‘পুলিশ জনতা ভাই ভাই, জঙ্গিদের রক্ষা নাই।’
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) একরামুল হাবিব, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস প্রমুখ। এ সময় নড়াইলের বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা কমিটি, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, আলোকিত সংবাদের প্রতিনিধি বুলু দাস, সমাজের কাগজের আশরাফ উজ্জ্বল,, আলোকিত সংবাদের প্রতিনিধি ওবায়দুর রহমান, চ্যানেল নাইনের প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক যশোরের লোহাগড়া প্রতিনিধি শেখ মশিয়ার রহমান ও দৈনিক যশোরের কালিয়া প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র, যুব, নারী প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/এক
Comments
comments