নিউজবাংলা: ২৯ জুন, বুধবার:
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখার দায়ে দুইজনকে জরিমানা ও মোবাইল কোর্ট আইন অমান্য করার দায়ে একজনকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, বুধবার (২৯ জুন) বিকেলে বাসাইল সদরের মামা ভাগ্নে মিষ্টান্ন ভান্ডারের মালিক জালাল উদ্দিনকে ২ হাজার ও আবুল হোসেন নামের এক মিষ্টির দোকান্দারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মোবাইল কোর্ট আইন অমান্য করার দায়ে ভবেশ কুমার নামের এক মাছ ব্যবসায়ীকে ৭দিনের জেল দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান।
নিউজবাংলা/একে
Comments
comments