নিউজবাংলা: ১২ জুলাই, মঙ্গলবার:
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী মহাবিদ্যালয় সরকারীকরণের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মহাবিদ্যলয়ের অধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা যায়, ১৯৮৫ সালে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী মহাবিদ্যালয় সাড়ে ৫ একর নিজস্ব জমির উপর প্রতিষ্ঠিত। মহাবিদ্যালয়টিতে উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসএস, বিবিএসসহ অনার্স কোর্স দীর্ঘদিন ধরে চালু রয়েছে। গত ৩০ জুন দেশের ১৯৯টি কলেজ সরকারী করণের কথা থাকলেও সরকারী করণের নীতিমালা অনুযায়ী মহাবিদ্যালয়টি তালিকাভুক্তি হয়নি।
এর বিপরিতে মাত্র ৭ বছরের নন এমপিও ও মাত্র দুইশত ছাত্রী সংখ্যার একটি কলেজের নাম সরকারী করণের তালিকায় প্রকাশ করা হয়েছে। তবে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারী শিক্ষা মন্ত্রণালয়ে টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ দীর্ঘদিন ধরে অগণিত সাধারণ মানুষের সন্তানদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। কলেজটি সরকারী হলে ছাত্র এবং ছাত্রী উভয়েরই উপকার হবে। সরকার যে লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালা প্রণয়নের মাধ্যমে কলেজ সরকারী করণের কাজ শুরু করেছে তা উপরস্থ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যথাযথভাবে অনুসরণ করেছেন কিনা এ বিষয়ে সংশয় রয়েছে বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.মোঃ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মিয়া, সরকারী অধ্যাপক দেবাশীষ কুমার, ইদ্রিস আলী ও বিভিন্ন শিক্ষক কর্মচারীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/একে
Comments
comments