Breaking News
  • বিদেশী মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • ঝিনাইদহে সোয়া ২ লাখ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে
  • শৈলকুপায় সাজাপ্রাপ্তসহ ৪ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
  • সাতক্ষীরায় শিশু ফাহিম হত্যার ঘটনায় মা-ছেলেকে দুই দিনের রিমান্ড
  • বিশ্বনাথে ভিজিএফ’র চাউল বিতরণ

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত ৬

নিউজবাংলা: ২৮ জুন, মঙ্গলবার:

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি:

বিশ্বনাথে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় অন্তত ৬জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামে।

 

জানা যায়, গ্রামের আনোয়ার হোসেন (আঙ্গুর মিয়া) ও বেদার উদ্দিন জন্টি গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। ঘটনার দিন দুপুরে আঙ্গুর মিয়া তার ছেলে জুয়েল সামাদকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে রোপনকরা গাছের পরিচর্যা করতে গেলে জন্টি গংরা প্রাণে মারার উদ্দেশ্যে তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে আঙ্গুর মিয়া জানান। খবর পেয়ে তার (আঙ্গুর মিয়া) পক্ষের লোকজন ছুটে এলে তাদেরকেও  কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। হামলায় আহতরা হলেন আঙ্গুর মিয়া (৬৫), তার ছেলে সাহেল সামাদ (৩০) ও  জুয়েল সামাদ (১৬), গ্রামের আবদুল বাছিত (৩৮), শাওন (২০), ফয়সল (২৯)। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে কথা হলে আনোয়ার হোসেন জানান, আমার মালিকানা জমি দখলে নিতে গ্রামের ভূমিখেকো বেদার উদ্দিন জন্টি ও শিহাব গংরা মরিয়া হয়ে উঠেছে। এর আগেও তারা আমি ও আমার পক্ষের লোকদের জড়িয়ে মামলা দেয়। জায়গা ছেড়ে দিতে অব্যাহত হুমকীও দেয়। ঘটনার দিন জন্টি ও শিহাবের নেতৃত্বে সালেহ, নুনু, দলু, আবদুর রহমানের সংঘবদ্ধ সন্ত্রাসীদল বন্দুক, পিস্তল, রামদা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

অভিযুক্ত জন্টি অভিযোগ অস্বীকার করে বলেন, অন্ত্রসহ আঙ্গুর মিয়া গ্রামের খেলার মাঠ দখলের উদ্দেশ্যে গেলে গ্রামবাসির প্রতিরোধের মুখে বন্দুকসহ অন্যান্য অন্ত্র ফেলে যায়।

এ ব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ আবদুল হাই জানান, ঘটনার খবর পেয়েছি। তবে এনিয়ে কেউ এখনো অভিযোগ করেনি।

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: আত্রাইয়ের বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (চাঁন চেয়ারম্যান) সড়ক দুঃঘটনা নিহত
Next: বিশ্বনাথে ভিজিএফ’র চাউল বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*