নিউজবাংলা: ৪ জুলাই, সোমবার:
ঢাকা: মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী ৬ ও ৭ জুলাই দেশের বিভিন্ন স্থানে ‘হালকা’ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অর্থাৎ, ৬ বা ৭ জুলাইয়ের যেকোনো দিন ঈদ হলে ওই দিন বৃষ্টির সম্ভাবনার খবর দিয়েছেন আবহাওয়া অফিস।
মৌসুমী বায়ু সক্রিয়তার কারণেই দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
রোববার (০৩ জুলাই) আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বলেন, আবহাওয়ার যে টুল (তথ্য-উপাত্ত) হাতে রয়েছে তা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে- আগামী ৫ জুলাই পর্যন্ত বিদ্যমান বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
“আর ৬ ও ৭ তারিখ বিদ্যমান আবহাওয়ার কিছুটা উন্নতি ঘটবে। অর্থাৎ ৬ ও ৭ জুলাই হালকা বৃষ্টি হবে”।
চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৬ বা ৭ জুলাই ঈদুল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে।
ঈদের দিনের আবহাওয়ার সঠিক পূর্বাভাস দিতে আরও দু’একদিন অপেক্ষার পরামর্শ দিয়েছেন ওই আবহাওয়াবিদ।
রোববার পরবর্তী ৭২ ঘণ্টা তথা আবহাওয়ার ৩ দিনের পূর্বাভাসে বলাও হয়েছে বৃষ্টিপাতের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
এদিকে, বিরূপ আবহাওয়ায় ঈদের প্রধান জামাতের বিকল্প ব্যবস্থা করেছে সরকার।
আবহাওয়া অনুকূলে থাকলে ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবে মুসল্লিরা।
আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠিত না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
গত ১৪ জুন ধর্ম মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল এবং উত্তর-পূর্ব দিকে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বৃষ্টির কারণে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারেও বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
নিউজবাংলা/একে
Comments
comments