মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে খালেদার চিঠি

নিউজবাংলা: ৫ জুলাই, মঙ্গলবার:

ঢাকা: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত বিদেশিদের প্রতি সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজিকে চিঠি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

 

এসব দেশের দূতাবাসের মাধ্যমে চিঠি দেয়া হয়।

বিষয়টি

নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

গত শুক্রবার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলায় ৯ জন ইতালি, ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশি এবং এক ভারতীয় নাগরিক নিহত হন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি।  এরপর তারা অন্তত ৩৩ দেশি-বিদেশিকে জিম্মি করে।

প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী।  ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।

কমান্ডো অভিযানে ৬ হামলাকারীও নিহত হয়।  একজনকে জীবিত আটক করা হয়।  আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের ছবিও প্রকাশ করা হয়।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: রাশি অনুযায়ী যে পেশায় সফলতা আসবে আপনার
Next: মোটা স্ত্রীর নিচে চাপা পড়ে স্বামীর মৃত্যু!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*