মায়ের মৃত্যু ! ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত বাবর

নিউজবাংলা: ১২ জুলাই, মঙ্গলবার:

ঢাকা : ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার বিকাল পৌনে ৬টায় মুক্তি পান তিনি। তার মায়ের মৃত্যুতে তাকে মুক্তি দেয়া হয়েছে। বাবরের ব্যক্তিগত সহকারী খায়রুল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মুক্তির পর কেন্দ্রীয় কারাগার থেকে বাবর গুলশানের বাসায় যাবেন। সেখানে গিয়ে তার মাকে দেখবেন তিনি।

পরে গুলশানের আজাদ মসজিদে তার মায়ের নামাজে জানাজায় অংশ নিবেন তিনি। মঙ্গলবার ভোরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যান বাবরের মা।

জানাজা শেষে বনানী কবরস্থানে বাবরের মাকে দাফন করা হবে বলে জানিয়েছেন খায়রুল।

 

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Next: কাল এমপিও শিক্ষকদের জুনের বেতনের চেক ছাড় হতে পারে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*