মুসলিম যুবকদের আইএস আখ্যা দিয়ে ফাঁসানো হচ্ছে

নিউজবাংলা: ১ জুলাই, শুক্রবার:

ঢাকা: ভারতের হায়দ্রাবাদ থেকে সন্ত্রাসী সংগঠন আইএসআইএল সংশ্লিষ্টতার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিরপরাধ বলে আখ্যা দিল ‘রিহাই মঞ্চ’ নামক এক সংস্থা।

 

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রকাশ, ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ’র পক্ষ থেকে ওই গ্রেফতারির ঘটনাকে মুসলিমদের বদনাম করার জন্য এনআইএ’র সাজানো নাটক বলে অভিহিত করেছে ‘রিহাই মঞ্চ’। সংস্থাটির পক্ষ থেকে গুরুতর অভিযোগ করে বলা হয়েছে, মোদির বিরুদ্ধে জনঅসন্তোষ মোকাবিলা করতে ‘সঙ্ঘ পরিবার’ এবং এনএসএ অজিত দোভাল এনআইএ’র মাধ্যমে এসব গ্রেফতারি করাচ্ছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে রিহাই মঞ্চের মহাসচিব রাজীব যাদব বলেন, ‘যেভাবে হায়দ্রাবাদ থেকে এক ডজনেরও বেশি মুসলিম যুবককে আইএস সন্ত্রাসী আখ্যা দিয়ে আটক করা হয়েছে যা রমজান মাসে হিন্দুদেরকে মুসলিমদের কাছ থেকে ভয়ভীত করার নীতির অংশ। কারণ, এ মাসেই মুসলিমদের ধর্মীয় পরিচয়ে সবচেয়ে বেশি সংগঠিত ভাবে দেখা যায়। মোদি সরকারের বিরুদ্ধে বেড়ে চলা জনসাধারণের ক্ষোভকে মুসলিমদের দিকে ঘুরিয়ে দেয়াই এর উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘এনআইএ সন্ত্রাসবাদ মোকাবিলা করার পরিবর্তে সন্ত্রাসবাদের নামে নিরপরাধদের ফাঁসানো এজেন্সির ভূমিকায় চলে এসেছে। এর উদ্দেশ্য নিরপরাধ মুসলিম যুবকদের ফাঁসিয়ে সঙ্ঘ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রমাণকে নষ্ট এবং দুর্বল করা।’

রিহাই মঞ্চের মহাসচিব প্রশ্ন তুলে বলেন, ‘সঙ্ঘ পরিবারের সঙ্গে যুক্ত সংগঠন সারা দেশে প্রকাশ্যে অস্ত্র প্রশিক্ষণ দিলেও এনআইএ কী এসব দেখতে পাচ্ছে না? হায়দ্রাবাদের ঘটনাতে প্রমাণ হচ্ছে এনআইএ আগামী দিনগুলোতে আরো ভুয়া গ্রেফতারি করবে। কারণ, এসব করে তারা বিজেপি’র জন্য উত্তর প্রদেশে আগামী বছর অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে পরিবেশ তৈরি করবে। ঠিক এভাবেই কয়েক মাস আগে সাহারানপুরে মুসলিম যুবকদের ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল।‘

বুধবার সকালে হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় এনআইএ এবং পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে আইএসআইএল সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহজনক ১১ জন মুসলিম যুবককে আটক করে। এদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়। অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক যুবকদের মধ্যে কম্পিউটার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়াও স্নাতকও রয়েছে। এর পরেই রিহাই মঞ্চের বিবৃতি প্রকাশ্যে এল। খবর-রেতে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Next: মেসির অবসর, চাপে আছেন রোনাল্ডো!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*