নিউজবাংলা: ১ জুলাই, শুক্রবার:
ঢাকা: রোনাল্ডো কি চাপে? খেলতে নামার আগে কি তাঁকে নতুন করে সবকিছু ভাবাচ্ছে? বোধহয়৷ পোল্যান্ড ম্যাচ খেলতে নামার আগে তাঁর মাথার ওপর পাহাড়প্রমাণ চাপ৷ কেন? কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে সফল নন বলে? তাঁর ফুটবল জীবনের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে এবারের ইউরো কাপ৷
অন্তিম লগ্নে এসে ইউরো না পেলে তাঁর ফুটবল জীবন অপূর্ণ থেকে যাবে? এসব তো আছেই৷ পাশাপাশি তাঁকে ভাবিয়ে তুলেছে মেসির অবসর৷ চিলির কাছে হারার পর মেসির অবসর নেওয়া তাঁকে সবকিছু নতুন করে ভাবতে বাধ্য করছে৷ তিনি ভালমত জানেন, ইউরো জিততে না পারলে তাঁর দিকেও আঙুল উঠতে শুরু হবে৷
দু’টো দলের পরিস্থিতি যে খুব ভাল তা বলা যাবে না৷ প্রথম রাউন্ডের তিনটে ম্যাচে সবক’টিই ড্র করে পর্তুগাল৷ শেষ ম্যাচে হারায় ক্রোয়েশিয়াকে৷ আবার পোল্যান্ড শেষ আটে আসার আগে পেনাল্টিতে হারায় সুইজারল্যান্ডকে৷ বৃহস্পতিবারের ম্যাচ যে রোনাল্ডো বনাম লিওয়ানডস্কির, তা নতুন করে না বললেও চলে৷
গতবার স্পেনের কাছে হেরে যাওয়ার ঘটনা এখনও মন থেকে মেনে নিতে পারেন না পর্তুগিজরা৷ দলের ডিফেন্ডার ফঁতে সেই প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, “আমাদের ফুটবল দর্শন খুব সহজ৷ জানি আমাদের কাজটা কী৷ তাই মাঠে যেই নামুক না কেন, সে একশো শতাংশ দিয়ে তবেই মাঠ ছাড়বে৷”
পিছিয়ে নেই পোল্যান্ডও৷ কোচ নাওয়ালকাকে চিন্তায় রেখেছেন দলের সুপারস্টার লিওয়ানডস্কি৷ এখনও পর্যন্ত গোল করে দলের মুখে সেইভাবে হাসি ফোটাতে পারেননি৷ তাই পোলিশ কোচ বলেছেন, “এখনও গোল করতে পারেনি ও৷ দলের সুপারস্টার যদি গোল না পায় তখন তো একটা চিন্তা থাকেই৷ জানি ওদের রোনাল্ডো আছেন৷ এও জানি কীভাবে তাঁকে আটকাতে হবে৷” প্রশ্ন এখন একটাই৷ কাল ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালে কোন ইন্দ্রপতন ঘটবে? রোনাল্ডো না লিওয়ানডস্কি?
নিউজবাংলা/একে
Comments
comments