নিউজবাংলা: ২৮ জুন, মঙ্গলবার:
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা :
নওগাঁর রাণীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে থানাপুলিশের আয়োজনে উপজেলার চৌকিদার ও দফাদারদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে রাণীনগর থানা চত্ত্বরে অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান’র সভাপতিত্বে নওগাঁর পুলিশ সুপার মো: মোজাম্মেল হক বিপিএম,পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৭৯ জন চৌকিদার ও দফাদারদের মাঝে ঈদ সামগ্রী সেমাই ও চিনি বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আব্দুল্লাহিল জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: শহীদুল্লাহ মিঞা, সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আসাদুজ্জামান পিন্টু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম প্রমুখ।#
নিউজবাংলা/ একে
Comments
comments