শরীয়তপুরের পূর্ব মাদারীপুর কলেজ জাতীয় করণের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি

নিউজবাংলা: ১১জুলাই, সোমবার:

এম হারুন অর রশীদ, শরীয়তপুর 

শরীয়তপুর জেলার প্রথম ডামুড্যা উপজেলার একমাত্র কলেজটি জাতীয় করণের দাবীতে মিছিল সমাবেশ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছে রবিবার বেলা  ১২টায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্তরের মানুষ কলেজ ক্যাম্পাস থেকে  বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে সমবেত হয়। এসময় শিক্ষার্থী, অভিভাবক সর্ব স্তরের মানুষ জাতীয় করণের তালিকায় পূর্ব মাদারীপুর কলেজের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা ছাত্রলীগ কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ অবিলম্বে এই কলেজটি জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপিটি ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান গ্রহণ করেন। ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাত্র-ছাত্রীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রায় ২ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করেন। সাধারণ ছাত্র-ছাত্রী ছাত্রলীগের কর্মসূচীতে কলেজ প্রশাসন একাত্বতা ঘোষনা করে।

 

এসময় উপস্থিত ছিলেন পূর্ব মাদারীপুর কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, অলি আহমদ মিয়া, সফিউল বাসার, মকবুল হোসেন, আশিকুজ্জামান, সাঈদ মোল্লা, সাইফুল ইসলাম, প্রভাষক আঃ মালেক, ইদ্রিস, গোলাম ছরোয়ার, সোহেল রানা, মুছরাত জাহান, সেলিনা আক্তার, তানজিলা খাতুন, অরুণ কুমার বর্ধন, আসলাম হোসেন দেওয়ান, রতন শীল,  শিরিনা আক্তার, রিতা বাড়ৈ, আফরোজ জাহান,শওকত ওসমান উপজেলা ছাত্রলীগ কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: সাতক্ষীরায় পুলিশের সাথে সংঘর্ষে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ
Next: গুলশানে হামলাস্থল পরিদর্শন করেছেন নিশা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*