নিউজবাংলা: ২৮ জুন, মঙ্গলবার:
শরীয়তপুর প্রতিনিধি ॥
২৮ জুন মঙ্গলবার, ব্র্যাক ও সোডেপের উদ্যোগে শরীয়তপুর জেলা প্রশাসন, জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় জেলা পর্যায়ে অভিবাসন সহযোগি, সরকারি ও বেসরকারি দপ্তর প্রধান এবং সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন। কর্মশালায় প্রধান অতিথির আসন গ্রহন করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ব্র্যাক এর মাইগ্রেশ প্রকল্পের আঞ্চলীক প্রতিনিধি ইকরামুল হাসান স্বাগত বক্তব্য রাখেন, সোডেপের নির্বাহী পরিচালক শামিম খন্দকার। এ সময় সফল প্রবাসী হালিমা বেগম ও ব্যর্থ প্রবাসী ফরিদা বেগম তাদের সাফল্য ও ব্যর্থতার কাহিনী শোনান। কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মসংস্থান ব্যাংক প্রধান, বৈদেশিক কল্যান ব্যাংকের প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ৪০ জন অংশগ্রহনকারী অংশ গ্রহন করেন।
নিউজবাংলা/একে
Comments
comments