নিউজবাংলা: ২৮ জুন, মঙ্গলবার:
শরীয়তপুর প্রতিনিধি :
নতুন কোন করারোপ ছাড়াই আয়-ব্যয় সমান রেখে শরীয়তপুর পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের ৬৫ কোটি, ৬৪ লক্ষ ৭৮ হাজার ৪৭৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌরমেয়র মোঃ রফিকুল ইসলাম। পৌর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এনামুল হক এর সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র আব্দুর রব মুন্সী, নুর মোহাম্মদ কোতোয়াল, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল ফজল মাষ্টারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলর, গন্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ।
২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১২ কোটি ৬৬ লক্ষ ২০ হাজার ২২৫ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ২৫ হাজার টাকা। পানি সরবরাহ খাতে রাজস্ব আয় ধরা হয়েছে ৮১ লক্ষ ১৮ হাজার ৫০৯ টাকা। ব্যয় ধরা হয়েছে ৮০ লক্ষ ৪৭ হাজার টাকা। উন্নয়ন খাতে সাধারণ ও বিশেষ বরাদ্দ ধরা হয়েছে ১২ কোটি ৮০ লক্ষ ২৫ হাজার টাকা। একই খাতে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৮৯ লক্ষ ১০ হাজার টাকা। বিভিন্ন সংস্থা হতে উন্নয়ন প্রকল্প বাবদ আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৫৮ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকা। ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা। মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ৮৬ লক্ষ ১৪ হাজার ২৫৯ টাকা। মোট ব্যয় দেখানো হয়েছে ৬২ কোটি ৭৮ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা। প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে ২ কোটি ৭৮ লক্ষ ৬৫ হাজার ২১৯ টাকা। উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ৯৭৮ টাকা। ফলে এবারের বাজেটে আয় এবং ব্যয় ৬৫ কোটি, ৬৪ লক্ষ ৭৮ হাজার ৪৭৮ টাকা সমান দেখানো হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments