নিউজবাংলা, ৮ অক্টোবর শনিবার:
নিউজবাংলা ডেক্স:
শুক্রবার আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিডেট’।
আহসান আলমগীরের রচনা ও শামীম জামানের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মামুনূর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহম্মেদ, মোশারফ করিম, আ. খ. ম হাসান, তারেক স্বপন, নয়ন, প্রভা, সোনিয়া হোসেনসহ অন্যান্যরা।
নাটকে দেখা যাবে, রহমান সাহেব একজন সাধারণ মানুষ। একটি বাড়ির মালিক, তার সন্তানাদী নাই। তার স্ত্রী শাহানা একটু কড়া মেজাজের মানুষ। তাদের সন্তানাদী না থাকায় বেশ কিছু মানুষ যেমন সবুজ, মিজান, কফিল, অন্যন্যা, গোধুলী এবং সোবহান এরা এই বাড়িতে মোটামুটি স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করে। মূলত রহমান সাহেবের স্নেহভাজন তারা। এই বাড়িতে তারা বসবাস করে আর শুধু শুধু একের পর এক ঝামেলা পাকায়।
এমন ঝামেলা করে সবাই, শাহানা চরম বিরক্ত হয়ে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে চায় কিন্তু রহমান সাহেব স্ত্রীকে বলে এরাই তো আমাদের সন্তান, এই ছেলে মেয়ে গুলো যাবে কোথায়, এরা আছে বলেই তো আমাদের সন্তানের অভাব পূরণ হচ্ছে। এদিকে বাড়িতে একটা ঝামেলা শেষ হতে না হতেই আরেকটা ঝামেলা শুরু হয়। এভাবেই চলতে থাকে ঝামেলা আনলিমিটেড নাটকের গল্প।
নিউজবাংলা/একে
Comments
comments