নিউজবাংলা,৩ অক্টোবর সোমবার
উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দেশে কোন বিনিয়োগ নাই। বিনিয়োগের কোন পরিবেশও নেই। অথচ প্রবৃদ্ধি নাকি বেড়ে যাচ্ছে। আসলে প্রচার মাধ্যম ব্যবহার করে জাতিকে বিভ্রান্ত করছে সরকার।’
সোমবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বিএনপি নেতা এসব কথা বলেন। ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কারিগরি, অর্থনৈতিক এবং পরিবেশগত ত্রিমাত্রিক বিপত্তি’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপিপন্থি ইঞ্জিনিয়ারদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)।
ফখরুল বলেন, যেখানে ব্যয় হচ্ছে ১০ টাকা, সেখানে দেখানো হচ্ছে ৩০ টাকা। এভাবেই উন্নয়নের নামে শুধুই দু্র্নীতি হচ্ছে।’
বাগেরহাটে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে দাবি করে এই প্রকল্ব বাতিলের দাবি জানান মির্জা ফখরুল। বলেন, ‘উন্নয়নের জন্য বিদ্যুৎ আমরা চাই। কিন্তু সুন্দরবন ধ্বংস করবে যে প্রকল্প তা আমরা চাই না।’
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র করতে বাংলাদেশ ও ভারতের দুটি কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে। বামপন্থি ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠন দাবি করছে, এই প্রকল্পটি সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও একই বক্তব্য দিয়ে এই প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন।
সরকার অবশ্য বলছে, বিরোধিতাকারীদের বক্তব্য অনুমাননির্ভর। রামপাল বিদ্যুৎকেন্দ্র যেন পরিবেশ দূষণ না করে সে জন্য অত্যাধুনিক প্রযুক্তি থাকবে এখানে।
তবে বিএনপির মহাসচিব বলেন, রামপাল নিয়ে সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ভারতকে খুশি করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে চাইছে। এ জন্যই সুন্দরবনের ক্ষতি করে হলেও রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে তারা।
সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তাদের কোনো জবাবদিহিতা নেই বলেও মন্তব্য করেন ফখরুল।ভারতের সঙ্গে করা রামপাল চুক্তি অসম দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘শুধু এটা নয়, সরকার যতগুলো চুক্তি করেছে তার সবই দেশের স্বার্থবিরোধী।’
রামপাল সম্পর্কে দক্ষিণাঞ্চলের মানুষের কোন আগ্রহ নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘ওই এলাকার জনগণকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিকর দিকগুলো নিয়ে সচেতন করতে হবে। তাদেরকে দিয়েই এই প্রকল্পের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে।’
গোলটেবিল আলোচনায় গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, চারদলীয় জোট সরকারের আমলের জ্বালানি ও বিদ্যুৎ সচিব আ ন হ আক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
নিউজবাংলা/একে
Comments
comments