২০১৬ সালে বাংলাদেশে আইএস দাবিকৃত হত্যাযজ্ঞের পরিসংখ্যান প্রকাশ

নিউজবাংলা: ১৫ জুলাই, শুক্রবার:

ঢাকা : ইসলামিক স্টেট (আইএস) ২০১৬ সালে বাংলাদেশে যেসব হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করেছে, তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে সংগঠনটির কথিত সংবাদমাধ্যম আমাক এজেন্সি। জঙ্গিবাদ পর্যবেক্ষক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স সূত্রে এই তথ্য জানা যায়।

ওই পরিসংখ্যানে দেখা যায়, আইএস-এর দাবি অনুযায়ী, তারা চলতি বছরে প্রথম হত্যাকাণ্ডটি চালায় ২১ ফেব্রুয়ারি। সেদিন পঞ্চগড়ে এক হিন্দু পুরোহিতকে কুপিয়ে হত্যা করা হয়। এ বছরের ১৪ জুলাই পর্যন্ত মোট ৩৪টি হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করেছে আইএস।

পরিসংখ্যানের দাবি অনুযায়ী, চলতি বছরে আইএসের ১১টি হামলায় মোট ৩৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ জুলাই ঢাকার হলি আর্টিজানে হামলায় বিদেশিসহ ২৪ জন নিহত হন। একইদিনে ঝিনাইদহে এক হিন্দু পুরোহিতকেও হত্যা করা হয়।

 

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: হঠাৎ অস্থির চালের বাজার
Next: ফ্রান্সে ট্রাক হামলা; নিহত ৮০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*