গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
            
            
              নিউজবাংলা: ১০ আগস্ট, সোমবার:
              তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:
              গাইবান্ধার নলডাঙ্গায় আশরুফা নামের দেড় বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
              
              
              সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। মৃতা আশরুফা সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা দশলিয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। মৃতার পরিবার ও স্থানীয়রা জানান, মা আঁখি বেগম সন্ধ্যায় রাতের রান্না করার কাজে ব্যস্ততার ফাঁকে সকলের অগোচরে আশরুফা খেলার বশে হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে বাড়ির পিছনে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে আশরুফার লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।
              
              নিউজবাংলা/একে