নিউজবাংলা: ১২ আগস্ট, বুধবার:
ঢাকা: পাঁচ বছরেই পুলিশের সিনিয়র পরিদর্শক বনে গেছেন কুনওয়ার সিং প্যাটেল নামের ভারতীয় এক শিশু। এ ঘটনায় সমগ্র ভারত জুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।

তবে ব্যাপারটি যেমন কৌতূহল সৃষ্টি করে তেমনি এর পেছনে রয়েছে হৃদয় বিদারক একটি ঘটনা। এই বয়সের শিশুটির যখন দুষ্টামিতে আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা। ঠিক তখনই তার অসুস্থতার খবর ভাবিয়ে তুলেছে তার পরিবারকে। ছোট্ট এই ছেলেটিই এখন মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
তবে দুরারোগ্য ক্যানসারে ভুগতে থাকা শিশুটির প্রচণ্ড ইচ্ছে ছিল পুলিশ অফিসার হওয়ার। আর তার এই ইচ্ছে পূরণে এগিয়ে আসে একটি এনজিও। যারা ক্যান্সারে আক্রান্ত শিশুদের ইচ্ছে পূরণে কাজ করে থাকে। এবং পরবর্তীতে এই উদ্যোগকে সফল করতে এগিয়ে আসে মুম্বাই পুলিশ।
একদিনের জন্য সিনিয়র পুলিশ পরিদর্শকের চেয়ারে বসার সুযোগ দেয় তারা। নিয়মিত ফাইল সই সহ সব ধরণের কাজ করতে দেওয়া হয় তাকে। সাথে দেওয়া হয় একটি খেলনা পিস্তল। যেটি নিয়ে সে সারাদিন খেলা করে।

নিউজবাংলা/একে