নিউজবাংলা: ১৩ আগস্ট,বৃহস্পতিবার:
ঢাকা: মৌমিতার স্বামী সোহেল। সে একজন ব্যবসায়ি। তাদের একমাত্র সন্তান অরুধ্য। সোহেল ব্যবসায়িক কারণে তার স্ত্রীকে খুব একটা সময় দিতে পারে না।

এ নিয়ে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাই স্ত্রী তাকে ভুল বোঝে। এক পর্যায়ে তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মৌমিতা তার স্বামীকে কিছু শর্ত দিয়ে একমাস সময় নেয়। বিয়ের পর তাদের যেমন সর্ম্পক ছিলো সেরকম ভাবে যেন চলে। সোহেল তার ছেলে অরুধ্যর কথা চিন্তা করে রাজি হয়ে যায়। পরবর্তীতে দুজনে আবারো ভালোবাসার কাব্য রচনা করার সিদ্ধান্ত নেন। তারপর হঠাৎ একদিন মৌমিতা মারা যায়। কারণ মৌমিতা আগের থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলো। এমনই এক গল্প নিয়ে পরিচালক শামিম জামান নির্মাণ করেছেন ‘ভালোবাসার কাব্য’। নাটকটি রচনা করেছেন এমএস রানা

‘ভালোবাসার কাব্য’ নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন রিয়াজ-তারিন। এছাড়াও রয়েছে শিশু শিল্পী শব্দ। ১৪ আগস্ট বিকেল ৩ টায় চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।

নিউজবাংলা/একে