নিউজবাংলা: ২৪জুন, বুধবার:

ক্রীড়া ডেস্ক : নিষেধাজ্ঞার কারণে দলে নেই লুইস সুয়ারেজ। দলের সেরা তারকা স্ট্রাইকারকে ছাড়াই কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার লড়াই করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে। বৃহস্পতিবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক চিলির বিপক্ষে খেলবে ১৫ বারের চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ আটের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আরেকটি ধাক্কা খেল উরুগুয়ে। এই ম্যাচে উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানির খেলা অনিশ্চিত।

সড়ক দুর্ঘটনার জের ধরে কাভানির বাবা লুইস কাভানিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আর এ কারণেই কোপা ছেড়ে দেশে ফিরে যেতে পারেন এডিনসন কাভানি। এমনটাই জনিয়েছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ।

গত সোমবার রাতে উরুগুয়ের এক রাস্তায় অতিরিক্ত অ্যালকোহল সেবন করে গাড়ি চালানোর সময় কাভানির বাবার গাড়ীর ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে অজ্ঞান অবস্থায় ১৯ বছর বয়সি ঐ যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার যুবকটি মারা যায়।

অপরদিকে পুলিশ হেফাজতে কাভানির বাবার অ্যালকোহল পরীক্ষা করা হলে তা পজিটিভ হিসেবে প্রমাণিত হয়। এই দুঃসময়ে পরিবারের পাশে থাকতে কাভানি কোপা ছেড়ে দেশে ফিরে যেতে পারেন বলে জানান উরুগুয়ের কোচ তাবারেজ। তিনি বলেন, ‘আমরা কাভানির সঙ্গে কথা বলেছি এবং ওকে সান্ত্বনা দিয়েছি। ওর পরিবারের সদস্যের যে ঘটনা ঘটেছে, তা ওকে বেশ বিমর্ষ করেছে।’

সঙ্গে তাবারেজ যোগ করেন, ‘তবে কোয়ার্টার ফাইনাল ম্যাচকে সামনে রেখে কাভানি দলের সঙ্গে অনুশীলন করবে। কিন্তু ম্যাচের আগেই ওর উরুগুয়েতে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে ওর অনুপস্থিতি দলের খেলোয়াড়দের জন্য বড় ধরনের একটা আঘাত বয়ে আনবে। তবে, শেষ পর্যন্ত কি হবে তা বলতে পারছি না।’

নিউজবাংলা/একে