নিউজবাংলা: ৩জুলাই, শুক্রবার:

ঢাকা: পবিত্র রমজান মাসে মসজিদে নামাজ আদায়রত অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে নাইজেরিয়ার কট্টরপন্থি সংগঠন বোকো হারামের জঙ্গিরা।

রক্তস্নাত হয়েছে বর্নো প্রদেশের দূরবর্তী তিনটি গ্রাম। নারীরা যখন ঘরে ইফতারির প্রস্তুতিতে খাবার তৈরিতে ব্যস্ত, সে সময় তাদের ওপরও এলোপাতাড়ি গুলিবর্ষণ করে জঙ্গিরা। এ ঘটনায় পিতার সঙ্গে নামাজ আদায়ে মসজিদে যাওয়া শিশু সন্তান, পুরুষ ও নারীসহ নিহত হয়েছে প্রায় ১৫০ জন। আহত হয়েছে আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত বুধবার চালানো নৃশংস এ হামলায় বেশ কয়েকটি বাড়িঘর জ্বালিয়ে দেয় জঙ্গিরা। গত মে মাসে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ক্ষমতায় আসার পর এটা সবচেয়ে রক্তাক্ত হামলা। কুকাওয়া গ্রামে বন্দুকধারীরা কমপক্ষে ৯৭ জনকে হত্যা করে। ৪ থেকে ১২ বছর বয়সী শিশুদেরকেও রেহাই দেয়নি হামলাকারীরা। মোঙ্গুনো শহরতলির কাছে অপর দুটি গ্রামে বন্দুকধারীরা ৪৮ জনকে গুলি করে হত্যা করে ও ১১ জন আহত হয়। বহু বাসিন্দা পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

 

নিউজবাংলা/একে