এলিয়েনরা দেখতে মানুষের মতো !
নিউজবাংলা: ২জুলাই, বৃহস্পতিবার:
ঢাকা: এলিয়েনরা আসলেই আছে এবং তারা দেখতে অনেকটা মানুষের মতোই। তাদেরও আমাদের মতো হাত, পা ও মাথা এবং চিন্তা করার ক্ষমতা আছে। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ এমন দাবি করেছেন।
বির্বতনবিষয়ক বিশেষজ্ঞ সিমন কনওয়ে মরিস বলেন, ‘মহাবিশ্বে মানুষ ছাড়া ভিন্ন গ্রহে জীবের প্রাণে থাকার সম্ভাবনা অনেক বেশি।’
এই জীববিজ্ঞানী তার নতুন বই ‘দ্য রুনিস অব ইভল্যুশান’এ তিনি দাবি করেন, মহাবিশ্ব সভ্যতা একটি সুনির্দিষ্ট নিয়মে এগিয়ে যাচ্ছে, কোনও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে নয়। এর অর্থ পৃথিবীর বাইরেও মানুষের মতো অন্য সভ্যতা সমান্তরালে এগিয়ে যাচ্ছে।
তার আরও দাবি, ‘আকাশ গঙ্গার (মিল্কিওয়ে) ওপারে মানুষর মতো জীব থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে গাছপালা কিংবা পাহাড়ের আড়ালে হয়তো কোনও জীব এখনও লুকিয়ে আছে। তারা আমাদের মতো হতে পারে।‘
নিউজবাংলা/একে