নিউজবাংলা: ৩জুলাই, শুক্রবার:

ঢাকা: হেফাজতের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজধানীর পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) বেলা ১১টা থেকে এ পুলিশের নিরাপত্ত‍া বেষ্টনী লক্ষ্য করা গেছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ফের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে হেফাজত।

মিছিলকে কেন্দ্র করে হেফাজত কর্মীরা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটাতে পারে এজন্য পল্টন মোড়, জিরো পয়েন্ট, দৈনিকবাংলা মোড়, বিজয়নগর, বায়তুল মোকাররম উত্তর গেটসহ এর আশপাশ এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, হেফাজতের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যাকে কোনো প্রকাশ নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পল্টন এলাকায় প্রায় ৩শ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

তিনি বলেন, যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে তাদের মোকাবেলা করবে পুলিশ।

একই দাবিতে জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসিজেদর উত্তর গেটে বিক্ষোভ মিছিলের ডাক দেয় খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখা। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশও একই দাবিতে বিক্ষোভ মিছিল করবে বলে কর্মসূচি দিয়েছে। তবে তারা কোথায় মিছিল করবে সেটা বলেনি।

সোমবার (২৯ জুন) বিকেলে সাড়ে ৪টায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দশ মামলায় বরখাস্ত হওয়া মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।

 

 

নিউজবাংলা/একে