নিউজবাংলা: ১৩ জুলাই, সোমবার :

বরিশাল:বরিশাল  আদালতস্থ আইনজীবী রিয়াজ উদ্দিন মিলনের চেম্বার থেকে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোয়েন্দা

পুলিশ।
রোববার রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়। তবে অভিযুক্ত আইনজীবীকে আটক করা সম্ভব হয়নি।
ডিবি সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ডিবির এসআই আহসান কবিরের নেতৃত্বে বরিশাল আদালতের আইনজীবী সহকারী পুরাতন ভবনস্থ অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন মিলনের চেম্বারে অভিযন চালায় (চেম্বারের ওপরে অ্যাডভোকেট লায়লা আঞ্জুমান বানু দিলারা লেখা রয়েছে)।
পরবর্তীতে সেখানে ডিবির এসি আনসার উদ্দিনের নেতৃত্বে তল্লাশি চালানো হয়।
এ সময় ওই চেম্বারের সিলিং থেকে ৩৯ বোতল ফেননিসডিল উদ্ধার করা হয়। রিয়াজ উদ্দিন মিলন পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান, ডিবির এসি আনসার উদ্দিন।
তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মনিরুল হাসান বলেন, এ ব্যাপারে বার কাউন্সিল ট্রাইব্যুনালে দেওয়ানী হলে আমার তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

নিউজবাংলা/একে