নিউজবাংলা: ২১জুলাই , মঙ্গলবার:
ঢাকা: ঈদুল ফিতর শেষ হলেও কাটেনি তার রেশ। ঈদের প্রভাব রাজধানীর কাঁচাবাজারে। ঈদ শেষে ইতোমধ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ।
সরকারি আধাসরকারি অফিস খোলা হয়েছে সোমবার থেকেই। তবে এখনো রাজধানীর কাঁচাবাজারগুলো জমে উঠেনি।
রাজধানীর কৃষি মার্কেট, কাওরানবাজার, মিরপুর-১ কাঁচাবাজার এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ দোকানই বন্ধ, দুই একজন খুললেও ক্রেতা নেই।
কাওরানবাজারে মাছ বিক্রিতা আলী আজগর বলেন, “মাছের যোগান কম, মাছ নাই বললেই চলে, ভারত থেকে কিছু কার্প জাতীয় মাছ আসছে বলেই বাজার মোটামুটি স্বাভাবিক। আমদানি কম হওয়ায় দাম একটু বেশিই পরছে।”
তিনি বলেন, মাছ এনেই কি করবো। বাজার কাস্টমার নাই। ঈদের আগে যেভাবে কাস্টমার ছিলো এখন সেই রকম নাই। আরো দুই একদিন এরকমই যাবে। এরপর আগামী সপ্তাহ থেকে সব কিছুর চাহিদাও বাড়বে মালও আসবে বেশি বেশি। এক কথা এখনো বাজার জমেনি।
কাওরান বাজারে প্রতি কেজি রুই (বড়) সাড়ে ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে রুই (ছোট) ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। এছাড়া কাতলা (বড়) ৩৫০ থেকে ৫০০ টাকা। টেংরা প্রতি কেজি ৮০০ টাকা থেকে ১ হাজার টাকা, চিংড়ি (বড়) ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা, বাইলা মাছ (বড়) প্রতি কেজি ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তবে বর্ষা মৌসুম হলেও জাতীয় মাছ ইলিশের দাম ধরা ছোঁয়ার বাইরেই। কাওরান বাজারে এক হালি (৪টা) ইলিশ প্রতিটি ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের বিক্রি হচ্ছে ৩২০০ টাকা ৪০০০ টাকায়।
এদিকে মাংসের বাজার এখনো অপরিবর্তিত রয়েছে গরু প্রতি কেজি ৩৬০ টাকা হতে ৩৮০ টাকা। খাসি প্রতি কেজি ৫৫০ টাকা হতে ৬০০ টাকা। ব্রয়লার মুরগি ১৫০ টাকা হতে ১৬০ টাকা।
কৃষি মার্কেটের মাংস বিক্রেতা চাঁদ আলী জানান, ঈদের পর কাল (সোমবার) প্রথম দোকান খোলা হয়। তবে এখনো সেভাবে কাস্টমার আসেনি। ঈদ ছাড়াও নরমাল দিনে দুইটা গরু শেষ হয়ে যায়। আজ একটা গরু জবাই দিয়েছি তারপরেও অর্ধেক বিক্রি করতে পারি নাই। শবে কদরের দিন গরু বিক্রি করছি ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা। এখনো ৩৬০ টাকায় দিছি তাও কাস্টমার নাই।