নিউজবাংলা: ২১জুলাই , মঙ্গলবার:
ঢাকা: ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামিদের মালপত্র জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

 

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ফেনীর বিচারিক হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

অাদালত সূত্র জানায়, হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৩৬ আসামির মধ্যে ২৯ জনকে মঙ্গলবার নিয়মিত হাজিরার জন্য আদালতে হাজির করা হয়। এসময় বিচারক এ মামলায় পলাতক আসামিদের মালপত্র জব্দের আদেশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক মঈন উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মামলার নথি উচ্চ আদালতে থাকায় আসামিরা বিচারিক হাকিমের এ আদালতে হাজিরা দিলেও মামলা সংক্রান্ত কোনো শুনানি হয়নি। ১১ অগাস্ট আসামিদের পরবর্তী হাজিরার দিন ধার্য করেছে আদালত।

২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলার তৎকালীন চেয়ারম্যান একরামুল হক একরামকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা৷

হত্যাকাণ্ডের তিনদিন পর নিহত ব্যক্তির ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখসহ ৩০/৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় ২৮ অগাস্ট ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ। এর আড়াই মাস পর ১২ নভেম্বর আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত। মামলায় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে ১৬ জন আদালতে জবানবন্দি দিয়েছেন।

নিউজবাংলা/একে