Breaking News

কোপার কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

নিউজবাংলা: ১৫ জুন, বুধবার:

ঢাকা : শতবর্ষী কোপা আমেরিকার ২০১৬ আসরের গ্রুপ পর্বের খেলা শেষ। কোয়ার্টার ফাইনালের লাইনআপও এখন চূড়ান্ত। আগেই সাতটি দল শেষ আটে নাম লেখায়। বুধবার (১৫ জুন) পানামাকে হারিয়ে শেষ টিম হিসেবে কোয়ার্টার নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি।

 

গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে পুরো ফুটবল বিশ্বকেই চমকে দেয় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ব্রাজিলের মতো ‘হট ফেভারিটরা’। পেরুর বিপক্ষে ‘বিতর্কিত’ এক গোলেই ২৯ বছর পর ফুটবলের সবচেয়ে প্রাচীনতম আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে পেলের উত্তরসূরিরা। অন্যদিকে, মেক্সিকো ও ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিদায়ঘণ্টা বাজে উরুগুয়ের।

একমাত্র আর্জেন্টিনাই তিনটি ম্যাচে জয়লাভ করে। বাকি তিনটি গ্রুপ চ্যাম্পিয়ন দলের মধ্যে পেরু ও মেক্সিকো এক ম্যাচে পয়েন্ট খুঁইয়েছে। কলম্বিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হারলেও টানা দুই জয়ে গ্রুপ শীর্ষে জায়গা করে নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

সেমিতে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ রানারআপ ইকুয়েডর। দ্বিতীয় কোয়ার্টারে ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা পেরুর বিপক্ষে মাঠে নামবে গ্রুপ ‘এ’র রানারআপ কলম্বিয়া।

একইভাবে শতভাগ জয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চ্যালেঞ্জের মুখে পড়বে ‘সি’ গ্রুপের রানারআপ ভেনেজুয়েলা। শেষ টিম হিমেবে সেমিতে পা রাখার লক্ষ্যে মেক্সিকোকে মোকাবেলা করবে চিলিয়ানরা।

এক নজরে কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):

১৭ জুন – যুক্তরাষ্ট্র বনাম ইকুয়েডর (সকাল সাড়ে ৭টায়)।

১৮ জুন – পেরু বনাম কলম্বিয়া (সকাল ৬টা)।

১৯ জুন – আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা (ভোর ৫টা)।

১৯ জুন – মেক্সিকো বনাম চিলি (সকাল ৮টা)।

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*