Breaking News
  • বাসাইলে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • বরিশালে অপহৃত দুই কলেজছাত্রী উদ্ধার
  • সংসদে খুনিরা ঢুকে পড়লে সংসদের নিরাপত্তা কোথায়, প্রশ্ন রিজভীর
  • কাল দক্ষিণ কোরিয়া যাচ্ছেন শিল্পমন্ত্রী
  • সরকারের অভ্যন্তরে আতঙ্ক এখন চরমে: নোমান

গুপ্তহত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ এর প্রতিবাদে নড়াইলে ১৪দলীয় জোটের মানববন্ধন

নিউজবাংলা: ১৯ জুন, রোববার:

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

গুপ্তহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সকল  চক্রান্তের প্রতিবাদে ১৪দলীয় জোটের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নড়াইল ১৪ দলীয় জোটের আহব্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১০টায় আদালত সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,  নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাবেক সংসদ অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান , জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জাসদের সভাপতি অ্যাডভোকেট হেমায়েতুল্লাহ হিরু, ১৪ দলীয় জোট নড়াইল জেলার সমন্বয়ক আওয়ামী লীগ নেতা অ্যাডভোটেক ফজলুর রহমান জিন্নাহ্, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোটেক এসএ মতিন, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক আলোকিত সংবাদের প্রতিনিধি বুলু দাস, চ্যানেল নাইনের প্রতিনিধি ইমরান হোসেন, বিডি খবরের ওবায়দুর রহমান, খুলনাঞ্চলের জাহাঙ্গীর হোসেন, দৈনিক যশোরের লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি শেখ মশিয়ার রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী সৎ সংঘ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেসহ দেশের বিভিন্ন স্থানে পুরোহিত, খ্রিস্টান ধর্মযাজক, চট্টগ্রামের পুলিশ সুপারের পতœীসহ বিভিন্ন হত্যাকান্ডেরর প্রকৃত রহস্য উদঘাটনসহ দুষ্কৃতকারী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপরদিকে দেশে চলমান বিভিন্ন গুপ্তহত্যার প্রতিবাদে জেলা অনলাইন মিডিয়া ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি প্রদান করা হয়েছে। ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা পৃথক পৃথক বিবৃতিতে জানান, প্রশাসনের উচিৎ তাঁদের কর্তব্যে আরও বেশি দায়িত্বশীল হওয়া। কারণ একমাত্র প্রশাসনের সঠিক পদক্ষেপই দোষীদের অনুসন্ধানে সাহায্য করবে। তাছাড়া দোষীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য ক্লাবের অন্যান্য সদস্যরাও দাি জানান।

 আক্রমনকারীদের অনবিলম্বে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাি মানববন্ধনে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায় সকল শ্রেণি-পেশার মানুষেকে প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান।

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: ২০ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ সাংবাদিক নেতৃবৃন্দের কর্মের মধ্যেই বেচে থাকবেন শহীদ স ম আলাউদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*