নামাজে নারীর শরীর কতটুকু ঢেকে রাখতে হবে?

নিউজবাংলা: ১০ নভেম্বর, মঙ্গলবার:

ঢাকা: নামাজে নারীর চেহারা ব্যতীত পূর্ণ শরীর সতর । যদি পর-পুরুষ তাকে না দেখে তবে হাত ও পা খোলা রাখার ব্যাপারে মত রয়েছে।

কিন্তু পর-পুরুষের দেখার সম্ভাবনা থাকলে নামাজের বাইরের মতো নামাজের মধ্যেও চেহারা, হাত ও পা ঢাকা ওয়াজিব। মোটকথা, নামাজের সময় নারীর জন্যে মাথা, ঘাড় ও সমস্ত শরীর পায়ের পাতা পর্যন্ত ঢাকা জরুরি।
নবী [সা] বলেন- “ হায়েয হয় অর্থাৎ প্রাপ্তবয়স্ক নারীর নামাজ ওড়না ব্যতীত গ্রহণ করা হয় না। ওড়না দ্বারা উদ্দেশ্য মথা ও ঘাড় আচ্ছাদনকারী কাপড়।
উম্মে সালামাহ [রা] থেকে বর্ণিত, তিনি নবী [সা]-কে জিজ্ঞাসা করেন, নারী কি জামা ও ওড়নায় নামাজ পড়তে পারে নিচের কাপড় ছাড়া? তিনি বলেন- “যদি জামা পর্যাপ্ত হয়, যা তার পায়ের পাতা ঢেকে নেয়” তবে ওড়না ও জামা দ্বারাই নামাজ বিশুদ্ধ।
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ বলেন- কোনো ব্যক্তির পক্ষে উলঙ্গাবস্থায় কা‘বা তাওয়াফ করা যেমন বৈধ নয়, যদিও সে রাতের অন্ধকারে একাকী হয়, তেমনি একাকী হলেও উলঙ্গ নামাজ পড়া দুরস্ত নয়।
ইবন কুদামাহ বলেছেন- স্বাধীন নারীর পুরো শরীর সালাতে ঢেকে রাখা জরুরি, যদি তার কোনো অংশ খুলে যায় নামাজ শুদ্ধ হবে না, তবে কম হলে সমস্যা নয়। (মুগনি, খণ্ড ২, পৃষ্ঠা ৩২৮)
গ্রন্থনা ও সম্পদানা : মাওলানা মিরাজ রহমান
সৌজন্যে : মাসিক আল-কাউসার

Share This:

Comments

comments

Previous: স্ত্রীকে বিধবা না করতে পুতুলকে বিয়ে!
Next: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চাকরির খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*