পলাশবাড়ীতে নিষিদ্ধ পলিথিনে মোড়ানো পোষ্টার

নিউজবাংলা: ২৬ মে , বৃহস্পতিবার:

গাইবান্ধা প্রতিনিধি:

সরকার পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করলেও নিষিদ্ধ পলিথিনে ছেয়ে গেছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাজুড়ে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান, সরক্ষিত মহিলা মেম্বার ও ওয়ার্ড মেম্বার প্রার্থীরা নিজ নিজ পোষ্টার পলিথিন দিয়ে সেলাই করে গোটা এলাকায় ঝুলিয়ে দিয়েছেন।

 স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দোকানে মালামাল পলিথিনে যাতে না দিতে পারেন এবং পলিথিন বিক্রি করতে না পারেন এজন্য প্রায়ই মোবাইল কোর্ট বসানো হয়। তাহলে প্রশাসন এখন কি এই পলিথিন চোখে দেখছেন না। এতো পলিথিন আসলো কোথা থেকে ? নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রার্থী বলেন, আগে দেয়ালে, ঘরের বেড়ায় পোষ্টার লাগানো যেতো।

কিন্তু নির্বাচন কমিশন পোষ্টার লাগানো বন্ধ করে দিয়েছে। তাই দড়িতে ঝুলিয়ে পোষ্টার লাগালে একটু জোড়ে বাতাস,বৃষ্টি ও কুয়াশায় পোষ্টার ছিড়ে পড়ে যায়। তাই তারাও সারাদেশের মতো পলিথিন মুড়িয়ে পোষ্টার সেলাই করে ঝুলিয়েছেন। এভাবে পোষ্টার না ঝুলালে প্রতি ঘন্টায় ঘন্টায় পোষ্টার ছিড়ে পড়বে আবার তা নতুন করে লাগাতে হবে।

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*