পলাশবাড়ীতে মোট ভোট কেন্দ্রের অধিকাংশই ঝুঁকিপূর্ণ

নিউজবাংলা: ২৬ মে , বৃহস্পতিবার:

গাইবান্ধা  প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম ধাপে ২৮ মে ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কমিশন ইতোমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারে ৬টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৫৭টি। তন্মধ্যে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণসহ প্রায় ৩০টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ভোট গ্রহনে তালিকাভূক্ত কেন্দ্র সমূহে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে ৬ জন ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, পুলিশ, আনসার ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সদস্যদের ইতিমধ্যেই নিয়োগ দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন নির্বাচনের বিভিন্ন দিক সার্বক্ষনিক পর্যবেক্ষন করছেন।

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: পঞ্চগড়ে লিচু চাষীদের মুখে হাসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*