নিউজবাংলা: ২৮ জুলাই, বৃহস্পতিবার:
ঢাকা: রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখের মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়েছে।
বৃহস্পতিবার (২৮জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব আনু মুহাম্মদের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়।
মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিকের একটি ও শাহবাগ ওভার ব্রিজের পূর্ব দিকে শিশু পার্কের কাছে একটি ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় হয়ে বেলা সোয়া ১২ টার দিকে সাবেক রূপসী বাংলার সামনে এসে পুলিশী বাধার মুখে পড়ে।
পুলিশের বাধা ঠেলে মিছিলটি বাংলা মোটর মোড়ের দিকে এগোতে গেলে পুলিশ মিছিলে ধাওয়া দেয় এবং টিয়ারসেল ও কাদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। কাঁদুনে গ্যাসের ঝাঁঝালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পরিবাগ এলাকা; এর মধ্যে বিক্ষোভকারীদের দুজনকে আটক করেছে পুলিশ।
নিউজবাংলা/একে
Comments
comments