৩০ বছর ডুবে থাকা এপিসুন শহর ভেসে উঠল

নিউজবাংলা: ১২ নভেম্বর, বৃহ.বার:

ঢাকা: সালটা ১৯৮৫। আর্জেন্টিনার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এপিসুন নামের একটি শহর। ওই বছরের ১০ নভেম্বর ভয়াবহ বর্ষণের শিকার হয় শহরটি।পানিতে তলিয়ে যায় শহরটি।

শহর ছেড়ে পালিয়ে জীবন বাঁচান বহু মানুষ।তার কয়েক দিনের মধ্যেই ৩৩ ফুট পানির নিচে চলে যায় শহরটি।

ত্রিশ বছর পানির নিচে থাকার পর আবার ভেসে উঠল শহরটি। সেই সঙ্গে ভেসে উঠল শহরে বসবাসকারী মানুষের তিন দশক আগেরকার নানা স্মৃতি। কেউ কেউ খোঁজার চেষ্টা করছেন নিজের তলিয়ে যাওয়া পুরোনো সেই ঘর-বাড়ি। কেউ আবার কুঁজে ফিরছেন ছোটবেলার স্মৃতি।

এই জেগে ওঠা শহরের একমাত্র বাসিন্দা ৮২ বছর বয়সী পাবলো নোভাক। তিনি বলেন, ‘আমি এখানে খুব খুশি। সারাদিন আমি শহরের এখানে-সেখানে সাইকেল নিয়ে ঘুরে বেড়াই। আর ভাবি, শহরের ভালো সময়ের মুহূর্তগুলো। শহটিকে আবার নতুনভাবে গড়া না হলেও এটা যে নিঃসন্দেহে একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে, এমনটাই অনুমান সকলের।

শহরটি একটি ছোট্ট লেকের ধারে অবস্থিত ছিল। যেখানে প্রায় দেড় হাজার মানুষ বসবাস করত। ছুটি কাটাতে বহু পর্যটক যেত ওই শহরে। লেকের পানি ছিল সমুদ্রের পানির চেয়েও বেশি নোনতা। শহরটিতে ছোট্ট লেকটিই ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। ইহুদি সম্প্রদায়ের মানুষেরা এই শহরে আসতেন কেবলমাত্র ওই লেকের জন্যই। অতি নোনতা পানিতে সাঁতার কাটার সময় তাদের ইসরাইলের ‘ডেড সি’-এর কথা মনে পড়ত।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*