নিউজবাংলা: ২৭ জুন, সোমবার:
ঢাকা: কোপা আমেরিকা শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে ৪-২ গোলে ব্যবধানে হেরে ফের শিরোপা বিসর্জন দিল আর্জেন্টিনা।
আবার ২০১৫ সালের ঘটনার পুনরাবৃত্তি হলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এ টুনামেন্টে ।
ফাইনালে টাইব্রেকারে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের শিরোপা জিতে নিয়েছে চিলি।
আজ সোমবার যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় ম্যাচটি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়ে কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি।
চিলির ভিদালের প্রথম শটটি বাঁ পাশে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আর্জেন্টিনার রোমেরো। হতাশ করেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের বাঁ পায়ের স্পট কিক গোল পোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়। পরবর্তী চার কিকে গোল করেন চিলির নিকোলাস কাস্টিলো মোরা ও মারিয়ানো এবং আর্জেন্টিনার মাসচেরানো ও অ্যাগুয়েরো।
নিজেদের চতুর্থ শটেও গোল আদায় করে চিলি। এমানুয়েলের পা থেকে আসে চতুর্থ গোল। কিন্তু আর্জেন্টিনার চতুর্থ শটে আবারো গোল মিস। এবার খলনায়ক রডরিগো বিগলিয়া। শিরোপা নির্ধারণী পঞ্চম শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন সিলভা গাজারডো।
আরেকবার স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে দেশে ফিরতে হচ্ছে লিওনেল মেসি দেরে। আবার শিরপার স্বপ্ন স্বপ্নই রয়েল গেলে আর্জেন্টিনার সমর্থকদের।
নিউজবাংলা/একে
Comments
comments