Breaking News

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ভাঙনে হুমকির মুখে বেড়িবাঁধ

নিউজবাংলা: ২৭ জুন, সোমবার:

আবু হানিফ মোঃ বায়েজীদ, গাইবান্ধা  প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর অব্যাহত ভাঙনে শত শত পরিবার গৃহহারা হয়ে পড়েছে। হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধসহ বিভিন্ন স্থাপনা। কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাপক হারে নদী ভাঙন দেখা দিয়েছে।

গত এক সপ্তাহে চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি, হরিপুর খেয়াঘাট, লখিয়ারপাড়া, বেলকা নবাবগঞ্জ, কঞ্চিবাড়ির ছয়ঘড়িয়াসহ কয়েকটি এলাকায় ব্যাপক হারে তিস্তার ভাঙন দেখা দেয়। এতে তিন শতাধিক পবিরার নদী ভাঙনের শিকার হয়ে বসতবাড়ি হারিয়ে গৃহহারা হয়ে পড়েছে। অনেকে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। কেউ কেউ বেড়িবাঁধের উপর আশ্রয় নিয়েছেন। এদিকে, শনিবার (২৫ জুন) সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম নদী ভাঙন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে জি-আর এর ৩০ কেজি করে চাল বিতরণ করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা হয়েছে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: সিঙ্গাপুরে এয়ারলাইন্সের ফ্লাইটে অগ্নিকাণ্ড: পাইলটের দক্ষতায় প্রাণে বেঁচে গেলেন ২৪১ যাত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*