Breaking News

চট্টগ্রামে ৪.৭ মাত্রায় ভূমিকম্প

নিউজবাংলা: ২৭ জুন, সোমবার:

ঢাকা: বন্দরনগরী চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় আজ সোমবার সকালে ৪.৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। চট্টগ্রামে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টা ২৭ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো চট্টগ্রামের মানিকছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার।

তবে চট্টগ্রা‌মের রহমতগ‌ঞ্জের সড়ক ও জনপথ অ‌ফি‌সের পুরাতন ভবনগু‌লো বেশ কিছু সময় ধ‌রে দুল‌তে ছি‌লো এমন খবর জানা গেছে। এতে ওইসব এলাকার মানুষের মধ্যে আতঙ্কা ছড়িয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, এটি একটি মৃদু (লাইট) ভূমিকম্প।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: দেশের অবস্থা ১/১১’র চেয়েও ভয়াবহ: হান্নান শাহ
Next: প্রথম সিনেমায় মাত্র দশ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন নায়িকা রোজিনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*