নিউজবাংলা: ২৭ জুন, সোমবার:
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, দেশে এখন এক-এগারো’র চেয়েও ভয়াবহ অবস্থা চলছে।রোববার কুয়ালালামপুর বুকিতবিনতাং হোটেল সলিলের বলরুমে মালয়েশিয়া বিএনপি আয়োজিত ইফতারপূর্বক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, ‘সরকার গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন চালাচ্ছে। দেশের শিক্ষাঙ্গনের সব স্তরে আওয়ামী লীগ তাদের দল ও নেতার আদর্শ জোর করে চাপিয়ে দিচ্ছে। শুধু বিএনপি বা ২০-দলীয় জোট নয়, শাসক দল ভিন্ন কোনো মতই সহ্য করতে পারছে না।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে আওয়ামী লীগ যে খেলা খেলছে তা ভয়ংকর পথ। বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করে জঙ্গি দমন করা যাবে না। তাই বলব- আগুন নিয়ে খেলবেন না।’
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, একদিকে গুম-খুন হচ্ছে, অন্যদিকে উগ্রবাদ ও জঙ্গিবাদের উত্থান হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকায় এমনটা হচ্ছে।
তিনি বলেন, ‘সরকার বলছে- তারা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। তাহলে কেন বিচারবহির্ভূত হত্যা হচ্ছে? পুলিশি হেফাজতে মানুষের মৃত্যু হচ্ছে কেন?’
একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করলে দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব বলে মনে করেন হান্নান শাহ।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কেউ গুম হবে না, বিচারবহির্ভূতভাবে হত্যার শিকারও হবে না।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দেশের মানুষের মধ্যে যে ক্ষোভ ও দুঃখ আছে, আমরা তার বহিঃপ্রকাশ ঘটাতে পারছি না; একে কাজে লাগাতে পারছি না। এ জন্য আমাদের একটি সুসংগঠিত হবে।’
মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খানের সভাপতিত্বে ও মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিনের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার মির্জা খোকন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত মেয়র এমএ কাইয়ূম, মালয়েশিয়া বিএনপির সহসভাপতি হাজি জাকির হোসেন, আবদুর রউফ, আবদুর রউফ লিটন, সহসাধারণ সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, এসএম নিপু, সিরাজুল ইসলাম মাহমুদ, প্রচার সম্পাদক এসএম বশির আলম, দফতর সম্পাদক আমিনুল ইসলাম রতন, মামুন বিন আবদুল মান্নান, আবুল কালাম মালয়েশিয়া জহুর বিএনপির সভাপতি এমজে আলম, পেনাং বিএনপির আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, মালয়েশিয়া যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মনজু খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মুরাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াছ, সিরাজুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুবদলের সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, যুবদলের অর্থ সম্পাদক দেওয়ান আবদুল হাকিমসহ মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার ও আলোচনা সভা শেষে মালয়েশিয়া বিএনপির একশ’ দিনের কর্মসূচির প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
নিউজবাংলা/একে
Comments
comments