নিউজবাংলা: ২৭ জুন, সোমবার:
ঢাকা: এক সময়ে বাংলা সিনামার জনপ্রিয় নায়িকা রোজিনা। জনপ্রিয় অভিনেত্রী রোজিনা চলচ্চিত্রকে বিদায় জানিয়ে এখন লন্ডনে তার বসবাস। এবারের ঈদটা দেশে কাটতে ৯ জুন লন্ডন থেকে উড়ে এসেছেন ঢাকায়।
দেশে ফিরেই তুমুল ব্যস্ত হয়ে উঠেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। অংশ নিচ্ছেন টিভি অনুষ্ঠান আর বিভিন্ন ইফতার পার্টিতে? তারই এক ফাঁকে একটি অনলাইন পত্রিকার মুখোমুখি হয়েছেন নায়িকা রোজিনা। সাক্ষাৎকারে জানালেন, তার অভিনয়ের বাইরের জীবন, সেই সোনালী সময়ের কথা, এখনকার ইন্ডাস্ট্রির কথা। এমনকি নিজের প্রথম সিনেমায় আয় কতো সেটাও জানালেন।
সিনেমার বর্তমান অবস্থার প্রসঙ্গে তার কাছে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, যে প্রডিউসাররা সিনেমা প্রডিউস করছে তারা বিজনেস মাইন্ডের না। আর শিল্পীদের পার্সোনাল স্কিলও কম। শাকিব খান ছাড়া বাকিদের মধ্যে স্কিল খুব একটা দেখছি না। ২০১২ সালে ন্যাশনাল অ্যাওয়ার্ডে সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম। তখন প্রচুর বাংলা সিনেমা দেখেছিলাম। সেখানে দেখলাম, চরিত্র অনুযারি কোন শিল্পী গেটাপ নেয়না। এটার জন্য আমি ডিরেক্টরকে দোষ দেবো। আমি একটা নিন্মবিত্ত গ্রামের মেয়ের চরিত্র করছি কিন্তু কাপড় পড়ছি রঙচঙে। ডিরেক্টরকে তো আর্টিস্টদের বলতে হবে, কেমন কস্টিউম হবে। গ্রামের মেয়ের চরিত্র করার সময় আমাকে সেই চরিত্রের মধ্যে ঢুকে যেতে হবে। তখন আমি আর রোজিনা নয়। এখনকার অভিনয়শিল্পীরা গ্ল্যামারের পেছনেই বেশি ছুটছে। অভিনয়ের আগ্রহ নেই। এখনকার অভিনয়শিল্পীরা নাকি একটা সিনেমা করেই গাড়ি বাড়ি করে ফেলে।
নিজের প্রথম পারিশ্রমিক সম্পর্কে তিনি বলেন, অথচ প্রথম সিনেমায় আমার আয় ছিলো মাত্র দশ টাকা। শুরুর দিকে স্কুটারে করে এফডিসিতে আসতাম। সিনেমার এই অবস্থার আরেকটা কারণ হলো, শিল্পীরা অভিনয় শুরু করার আগেই পত্রিকায় পাবলিসিটি শুরু হয়। এতে করে তাদের মাথা গরম হয়ে যায়। ফলে তারা ধরেই নেয় অনেক বড় কিছু হয়ে গেছি।
এছাড়া তিনি অভিনয় জগতে আবারো ফিরবে কিনা এ সম্পর্কে জানিয়ে তিনি বলেন, আসলে যদি ভালো গল্প, ভালো চরিত্র, ভালো নির্মাতা পাই তাহলে করবো। নতুবা অতটা আগ্রহী নয়। তবে অভিনয়ের চেয়ে ডিরেকশনের আগ্রহী বেশি। সুযোগ সুবিধা হলে সামনে ডিরেকশন দেবো ইনশাল্লাহ।
নিউজবাংলা/একে
Comments
comments