সুইজারল্যান্ড প্রবাসীদরে জনেভো জাতসিঙ্ঘরে সামনে আর্ন্তজাতকি মাতৃ ভাষা দবিস উদযাপন

নিউজবাংলা: ২২ ফেব্রুয়ারি, সোমবার:

 

জহুরুল ইসলাম মলিন সুইজারল্যান্ড থেকে :-

২১শে ফব্রেুয়ারী ২০১৬ রববিার, ২য় বাররে মত সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদশেীরা জনেভো জাতসিঙ্ঘরে সামনে ব্রোকনে চয়োর চত্বরে অস্থায়ী শহীদ মনিার নর্মিাণ করে আর্ন্তজাতকি মাতৃ ভাষা দবিস উদযাপন করছে।ে সকাল ১১ টায় জনেভো, লুজান ও জুরখিসহ সুইজারল্যান্ডরে বভিন্নি শহর হতে জনেভো জাতসিঙ্ঘরে সামনে ব্রোকনে চয়োর চত্বরে অস্থায়ী শহীদ মনিারে জোর হতে থাক,ে দুপর ১২ টায় ব্রোকনে চয়োর চত্বরে একুশরে পদযাত্রা করে সারি বদ্ধভাবে একে একে প্রবাসীরাসহ বভিন্নি, রাজনতৈকি, সামাজকি সংগঠন ও জনেভো বাংলাদশে স্থায়ী মশিনরে র্কমর্কতারা অস্থায়ী শহীদ মনিারে পুষ্প র্অপণ ভাষা শহীদরে শ্রুদ্ধা জানান।

এর পর দুপর ১ টায় জনেভো প্রসে ক্লাবে মধ্যাহ্ন ভোজ, দুপর ২ টায় সকল শহীদরে শরণে ১ মনিটি নরবতা পালন করে জাতীয় সঙ্গীত গয়েে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতকি অনুষ্ঠান, বক্তাদরে আলোচনার মাঝে মাঝইে চলতে থাকে জনেভো বাংলা পাঠশালার শশিুদরে দশেরে গান ও নৃত্য। একুশরে এই অনুষ্ঠান মালায় বক্তারা হলনে, নুরুল ইসলাম র্জজ, শাহাদাৎ হসনে, সাদকে ঢালী, রুমা আক্তার, আরনিুল হক, জহুরুল ইসলাম মলিন, মফজিুল ইসলাম মান্নু, তাজুল ইসলাম শামীম, বাকি উল্লাহ রপিন ও মাহাবুব হোসনে।

বক্তারা একুশরে চতেনাকে শুধু অনুষ্ঠানরে মাধ্যমে পালন করে নয়, প্রতটিা প্রবাসীকে বুকরে মাঝে লালন কর,ে প্রবাসে বড়েে উঠা সকল শশিুদরে বাংলা ভাষা শখিানোসহ একুশরে চতেনা ও তাৎর্পয বুঝানোর তাগদি দনে, সুইজারল্যান্ডসহ বাংলাদশেরে বাইরে বড়েে উঠা সকল শশিুদরে সাঙ্গে তাদরে বাবা-মাসহ সকলকে শুধু মাত্র বাংলা ভাষায় কথা বলার উপর জোরালো ভাবে গুরুত্ব আরপ করনে এবং সুইজারল্যান্ডরে একটি স্থায়ী শহীদ মনিার নর্মিাণরে আশা ব্যাক্ত করনে।

সব শষেে প্রবাসী কমউিনটিতিে বভিন্নি অবদান রাখার জন্য ৫ জন কমউিনটিি ব্যাক্তত্বিকে একুশে সম্মাননা প্রদান করা হয়। এতে কমউিনটিি ব্যাক্তত্বিকে আরনিুল হক হাতে পদক তুলে দনে জহুরুল ইয়ালাম মলিন, বাকি উল্লাহ রপিনরে হাতে পদক তুলে দনে মাহাবুব হোসনে, রনি ময়িার হাতে পদক তুলে দনে শাহাদাৎ হোসনে, সঞ্জয় রতন বুরুয়ার হাতে তুলে দনে তাজুল ইসলাম শামীম এবং ভনে দামকিা তালাওলামার হাতে পদক তুলে দনে ইতি ইসলাম।

নিউজবাংলা/একে

 

 

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*