নিউজবাংলা: ১০ আগস্ট, সোমবার:

মো. রবিউল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় ভূঞাপুর ইবরাহীম খা সরকারি কলেজে সবমিলিয়ে জিপিএ ৫ পেয়েছে মাত্র ১৫জন।

ঢাকা শিক্ষা বোর্ডের অধিনে কলেজে পাশের হার শতকরা ৬১.৭৪ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ১১ জন, এবং মানবিক বিভাগে ১জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১জন শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে (বিএম) শাখায় পাশের হার শতকরা ৮৫.৫৮ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ২জন।

কলেজ সুত্রে জানা যায়, ঢাকা বোর্ডের অধিনে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় ৮৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৫২ জন পাশ এবং বাকী ৩৪২ জন ফেল করেছে। আর কারিগরি বোর্ডের অধিনে ১৭৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১৪৭জন পাশ এবং বাকী ৩০ জন ফেল করেছে।

নিউজবাংলা/একে