ঠাকুরগাঁও আদিবাসী দিবস পালন
নিউজবাংলা: ১০ আগস্ট, সোমবার:
ঠাকুরগাঁও প্রতিনিধি:
“আদিবাসী জাতী সমূহের জীবন ধারা উন্নয়ন নিশ্চিত কর” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় জাতীয় আদিবাসী পরিষদ ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উদ্যোগে ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পূর্বের জায়গায় গিয়ে শেষ হয়।
র্যালিতে আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ, আদিবাসী নারী-পুরুষ, এনজিওকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি সূর্য মুর্মু, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাড. ইমরান চৌধুরী, ইএসডিও প্রমূখ।
নিউজবাংলা/একে